সেন্টারটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হর্টিকালচার উইং এর অধীন এ ক্যাটাগরীর একটি সেন্টার। এটি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নভুক্ত জামালগঞ্জ নামক স্থানে অবস্থিত। সেন্টারটি জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অবস্থিত। সেন্টারটির আয়তন ৯.১৪ একর। এখানে ৬০ প্রজাতির ৭৯৮ টি মাতৃগাছ রযেছে। এই সেন্টারে আমের ৪৪ টি জাতের মাতৃগাছ আছে। দেশী, বিদেশী, প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন প্রকার ফলের চারা/ কলম উৎপাদন করা এই সেন্টারের প্রধান কাজ। পাশাপাশি সবজি, মসলা, ঔষধি, ফুল এবং শোভাবর্ধনকারী নানা প্রজাতির উদ্ভিদের চারা উৎপাদন করা হয় এবং সরকার নির্ধারিত সুলভ মূল্যে জন সাধারনের নিকট বিক্রি করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS