সাম্প্রতিক কর্মকান্ড:
1. কাজুবাদামের চারা উৎপাদন, বিতরণ ও এর চাষাবাদ কলাকৌশল সংক্রান্ত পরামর্শ প্রদান।
2. ভিয়েতনামী খাটো জাতের নারিকেল চাষাবাদ কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরী পরামর্শ প্রদান।
3. ড্রাগন ফ্রুটস উৎপাদন কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরী পরামর্শ প্রদান।
4. আধুনিক আমের জাত (বারি আম-৪, আম্রপালি, গৌড়মতি) ও প্রচলিত অমের জাত (হাড়িভাঙ্গা, গোপালভোগ, মিশ্রিভোগ, বারমাসি) কলম উৎপাদন, বিতরণ, চাষাবাদ কলাকৌশল সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরী পরামর্শ প্রদান।
5. আধুনিক লিচুর জাত (বেদানা, বোম্বাই, মোজাফ্ফরপুরী, চায়না-১-৩) কলম উৎপাদন, বিতরণ, চাষাবাদ কলাকৌশল সংক্রান্ত পরামর্শ প্রদান।
6. তালের চারা উৎপাদন ও বিতরণ।
তথ্য হালনাগাদকরণেঃ
কৃষিবিদ রাফসিয়া জাহান
বিসিএস (কৃষি)
উদ্যানতত্ত্ববিদ
হর্টিকালচার সেন্টার, জামালগঞ্জ, জয়পুরহাট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS